রেকর্ড ভোট পেয়ে ফের রাশিয়ার মসনদে বসেছেন ভ্লাদিমির পুতিন।

prasenjit
1 Min Read

রেকর্ড ভোট পেয়ে ফের রাশিয়ার মসনদে বসেছেন ভ্লাদিমির পুতিন। আর ক্ষমতার রাশ হাতে পেয়েই নাকি চিন সফরের কল্পনা করে ফেলেছেন তিনি। গোটা ঘটনা প্রবাহের উপর কড়া নজর রাখছে ভারত। কারণ রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব মজবুত করে ‘বেল্ট অ্যান্ড রোড প্রকল্কে’র জাল আরও ছড়ানোর পরিকল্পনা করতে পারে চিন। এই আবহেই বন্ধু পুতিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী কথা হল দুই রাষ্ট্রনেতার মধ্যে? সোমবার ফলপ্রকাশ হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের। বিপুল ভোটে জয়লাভ করেন পুতিন। ওইদিনই এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বুধবারের রুশ রাষ্ট্রনেতা ফোন করলেন তিনি। জানা গিয়েছে, এদিনও পুতিনকে শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার মানুষের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেছেন নমো। এক সূত্রে খবর, দুজনের কথোপকথনে আরও একবার ভারত-রাশিয়ার মজবুত বন্ধুত্বের কথা উঠে এসেছে। কৌশলগত দিক দিয়ে আগামীদিনে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে কথা হয়েছে তাঁদের মধ্যে। এছাড়াও আন্তর্জাতিক নানা বিষয়ে মতামত বিনিময় করেছেন তাঁরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও পুতিন সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র
মোদি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *