আগামী ১৯ ও ২৬শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচারে জোড় দিয়েছে শাসক দল বিজেপি। দুটি আসনেই বিজেপির জয় সুনিশ্চিত করতে মাঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।উল্লেখ্য, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতী সিং দেব্বর্মার হয়ে বৃহস্পতিবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬ নং বুথে জনসম্পর্ক অভিযান করেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় কার্যকর্তারা।কর্মসূচী শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃতী সিং দেব্বর্মা বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী।