উত্তর-পূর্ব পরিষদের ৭২ তম পূর্নাঙ্গ বৈঠক পৌরোহিত্য করতে শুক্রবার ত্রিপুরায় এসেছেন গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এদিন সন্ধ্যায় আগরতলা মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, সাংসদ মহারানী কৃতি দেবী সিং এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজূমদার। আগামীকাল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পৌরোহিত্য বৈঠক অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের(এনইসি) ওই বৈঠক ত্রিপুরায় বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে। এদিন সন্ধ্যায় ওই বৈঠকে অংশ গ্রহণ করতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাছাড়া, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ পাঁচজন রাজ্যপাল এবং তিনজন মুখ্যমন্ত্রী রাজ্যে এসেছেন ।