বাল্য বিবাহ রোধের বার্তা নিয়ে বুধবার সচেতনতা মূলক কর্মশালায় অংশ গ্রহণ করেন মন্ত্রী সুধাংশু দাস।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 30 July.সুদূর অতীত কাল থেকে প্রচলিত বাল্য বিবাহ বর্তমান সমাজেও এক ভয়ংকর অভিশাপের রূপ ধারণ করেছে। এই বাল্য বিবাহ রোধের বার্তা নিয়ে বুধবার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে স্ব-উদ্যোগে ও ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের সহযোগিতায় আয়োজিত সচেতনতা মূলক কর্মশালায় অংশ গ্রহণ করেন মন্ত্রী সুধাংশু দাস।অপরিণত বয়সে বিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক গঠনে মারাত্মক কুপ্রভাব ফেলে।এই সামাজিক ব্যাধি নির্মূল করতে প্রশাসনিক হস্তক্ষেপের পাশাপাশি সমাজের সচেতন নাগরিক হিসেবে জাগ্রত হতে উপস্থিত সকলের কাছে আহ্বান জানান মন্ত্রী।