আবারো রাজ্যে নাবালিকা ধর্ষনের ঘটনা ঘটল ।
এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল । ঘটনা তেলিয়ামুড়া
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 29 July.আবারো রাজ্যে নাবালিকা ধর্ষনের ঘটনা ঘটল । এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের তুইমধু এলাকায় । ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর গ্ৰামের হিরন মিয়া নামে এক যুবক ও তার এক সহযোগী তুইমধু গ্রামের অন্তর মিয়া দুজন মিলে একটি গাড়িতে করে তুইমধু গ্রামের ১৭ বছর বয়সী এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন লোক উনার গৃহপালিত গরু খুঁজতে লিচু বাগানে যান। তখন ওই নাবালিকার চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখতে পায় বিবস্ত্র অবস্থায় ওই নাবালিকা জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তখন উনারা ঘটনাস্থলে পৌঁছতেই দুই অভিযুক্ত হিরন এবং অন্তর ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরবর্তীতে সরোজ দেববর্মা এবং উনার সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকা’কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় যায়। এরপর পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে। এবিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু করা হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে। যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দেয় বলে ওসি জয়ন্ত কুমার দে lঅভিযুক্ত দের খোঁজে পুলিশ তল্লাশি জারি রেখেছে ।