Usa Flight Accident
রানওয়ে থেকে ছুটতেই আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ঘটে এই বিপত্তি
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 27 July.সবে রানওয়ে দিয়ে ছুটতে শুরু করেছিল বিমান। হঠাৎ তীব্র ঝাঁকুনি, যাত্রীরা জানালা দিয়ে উঁকি মারতেই দেখলেন গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে, আগুন বের হচ্ছে বিমানের চাকা থেকে। এরপরই বিমানের ভিতরে তুমুল বিশৃঙ্খলা শুরু হয়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা।এবার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ঘটে এই বিপত্তি। শনিবার ডেনভার বিমান বন্দরের রানওয়ে থেকে সবে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি, এমন সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা যায়। সেখান থেকে বিমানের চাকায় আগুন ধরে যায়। গলগল করে ধোঁয়া বের হতে থাকে।সঙ্গে সঙ্গেই বিমান থেকে ইমার্জেন্সি ইভাকুয়েশন করা হয়। সুরক্ষিতভাবে ১৭৩ জন যাত্রীকে বের করে আনা হয়। এর মধ্যে একজন যাত্রী অল্প বিস্তর আহত হন বলে জানা গেছে।