রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে প্রায় ১৯ হাজারের উপর সরকারি চাকরি হয়েছে – প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 16 July.রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে প্রায় ১৯ হাজারের উপর সরকারি চাকরি হয়েছে। চাকরি সংক্রান্ত ব্যাপারে বুধবার এভাবেই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তিনি বলেন, চাকরি শুধু যে পাবে তার জন্য নয়, আমাদের জন্যও। এরফলে বিভিন্ন দফতরে কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। গত সাত বছরে আমরা প্রায় ১৯ হাজার আটশ চাকরি দিয়েছি। এটা শুধু স্থায়ী পদের চাকরি। এর বাইরেও যাতে সরকারের কাজ ভাল হয় তার জন্য চুক্তি ভিত্তিক চাকরি, আউট সোর্সিং পদে সাত থেকে আট হাজার চাকরি দেওয়া হয়েছে বলে তিনি জানান। আরো চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান l