বুধবার “মুখ্যমন্ত্রী সমীপেষু”-র ৫০তম পর্ব আয়োজন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 30 July.বুধবার “মুখ্যমন্ত্রী সমীপেষু”-র ৫০তম পর্ব আয়োজন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। গুরুত্বপূর্ণ এই পর্বে বহু নাগরিক তাঁদের সমস্যা ও অভাব-অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে উপস্থিত হয়েছিলেন। তিনিও তার কার্যালয়ে তাঁদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং আন্তরিকতার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করেন। যেমনটা তিনি সবসময় করে থাকেন। প্রসঙ্গত , সময়ের সঙ্গে সঙ্গে ‘বুধবার’ মুখ্যমন্ত্রীর কাছে একটি বিশেষ দিন হয়ে উঠেছে। এই সরাসরি একান্ত আলাপচারিতায় মুখ্যমন্ত্রিকে জনগণের অভাব-অভিযোগ আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে এবং তাঁদের প্রতি আরও সহানুভূতিশীল ও নিষ্ঠাবানভাবে সেবা করার সুযোগ এনে দিয়েছে।