এই প্রথম বারের মত আগরতলায় পা রাখলেন দেশের কিংবদন্তী সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল।
এই প্রথম বারের মত আগরতলায় পা রাখলেন দেশের কিংবদন্তী সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। শুক্রবার সন্ধ্যায় এম বি বি বিমান বন্দরে সংগীত শিল্পীকে স্বাগত জানাতে উপস্থিত ছিল রাজ্যের পর্যটন পর্যটন দপ্তরের আধিকারিকরা l এদিন উত্তরীয় পরিয়ে ও পুষ্প স্তবক দিয়ে শ্রেয়া ঘোষাল কে স্বাগত জানানো হয় l প্রসঙ্গত, আগামীকাল রাজধানীর আস্তাবল ময়দানে বিকেল পাঁচটায় শ্রেয়া ঘোষালের কনসার্টের সূচনা হবে l এই উপলক্ষে প্রখ্যাত সঙ্গীত শিল্পীর রাজ্যে আগমন l