মঙ্গলবার স্বচক্ষে খোয়াই হাসপাতালের সমস্যা দেখলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 05 Aug.মঙ্গলবার স্বচক্ষে খোয়াই হাসপাতালের সমস্যা দেখলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। মঙ্গলবার তিনি খোয়াই জেলা হাসপাতালে যান । তিনি জানান হাসপাতালে দলীয় এক সমর্থকের পরিবারের সদস্য চিকিৎসাধীন, তাকে দেখতে হাসপাতালে গিয়ে এদিন মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন । সরেজমিনে দেখেন হাসপাতালের সমস্যা। তিনি জানতে পারেন এই হাসপাতালে পানিয় জলের কিছু সমস্যা রয়েছে। এছাড়াও ছোট খাট কিছু সমস্যা রয়েছে। তিনি এব্যাপারে স্বাস্থ্য সচিবের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান।