রবিবার রামনবমীর দিনে আমতলীস্থিত সিরডি সাই বাবার মন্দিরে পুজা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ও অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: রবিবার রামনবমীর দিনে আমতলীস্থিত সিরডি সাই বাবার মন্দিরে পুজা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ও অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এদিন সাইবাবার উদ্দেশ্যে পুজা দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসিকে বাসন্তী পুজা ও রামনবমী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজ্যবাসি যাতে সব দিক থেকে ভাল থাকে, কোন দিকে যাতে কোন খামতি না থাকে সে জন্য রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানান তিনি। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা কিছু যেন জনগণের জন্য করা যায়। এতে করে জনগণের জীবনে সুখ শান্তি থাকবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, উনারা রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তারা সর্বোপরি মানুষ। এর থেকে আলাদা করে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কিছু নেই। মানুষের সমস্যা গুলো যদি পূরন করা যায় এর থেকে তৃপ্তি আর কিছু হতে পারে না। সেই দিশায় রাজ্য সরকার কাজ করছে বলে জানান তিনি। এদিন ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষেও তিনি রাজ্য বাসিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সমাজের অন্তিম ব্যাক্তির কাছে যাতে সুযোগ সুবিধা পৌছায় সেই লক্ষ্যে পণ্ডিত দিন দয়াল উপাধ্যায়ের দর্শনকে সামনে রেখে কাজ করছেন তদরুপ রাজ্যেও রাজ্য সরকার সেই দিশায় কাজ করে চলেছে বলে তিনি জানান।