বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানো নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে এর প্রতিবাদ করছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14 July.বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানো নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে এর প্রতিবাদ করছে। ইতিমধ্যে কংগ্রেস দল থেকে এব্যাপারে সুর চারানো হয়েছে। সুর চরানো হয়েছে সিপিআইএম দল থেকেও। সোমবার স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল ও বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। এদিন তৃনমূল কংগ্রেসের তরফে বলা হয় যে রাজ্যের জনগণের উপর ক্রমশ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হচ্ছে। স্মার্ট মিটারের নামে রাজ্যের জনগণের উপর ক্রমশ বিদ্যুৎ বিলের চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রীর অবিলম্বে এ ব্যাপারে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রদেশ যুব তৃনমূল সভাপতি । যদিও পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যায় । তবে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ও স্মার্ট মিটারের বিরুদ্ধে এই আন্দোলন জারি থাকবে বলে জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।