অবশেষে প্রয়াত হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালর অরুণ রায়।
দীর্ঘ সময় জটিল রোগে আক্রান্ত হওয়ার পর অবশেষে প্রয়াত হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালর অরুণ রায়। বৃহস্পতিবার সকালে কলকাতার আর জি কর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেই সময়ে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল পরিচালককে। গত কয়েক দিনে ‘বাঘা যতীন’ পরিচালকের পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে। সম্প্রতি পরিচালককে দেখতে আর জি কর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘা যতীন’ দেব। ক্রমশই পরিচালকের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছিল। ফুসফুসের সংক্রমণও বেড়েছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে থামল সেই লড়াই।