নরসিংগড়স্থিত ত্রিপুরা TIT অডিটোরিয়ামে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 05 Aug.নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অডিটোরিয়ামে টেকনিক্যাল খণ্ড ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিট, এবিআরএসএম, ত্রিপুরার উদ্যোগে মঙ্গলবার “কারিগরি শিক্ষায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অর্ধ দশক: সাফল্য, বাধা এবং এগিয়ে যাওয়া দৃষ্টিভঙ্গি” শীর্ষক এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সহ কলেজের ছাত্রছাত্রীরা। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মণ জানান, নতুন জাতীয় শিক্ষা নীতিতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখি করা হয়েছে। প্রধান্য দেওয়া হয়েছে বৃত্তির মূলক শিক্ষাকে। আগে দেশের শিক্ষা ব্যবস্থায় এমনটা না থাকায় শিক্ষিত বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী করার ফলে আগামী দিন দেশে শিক্ষিত দক্ষ কারিগর তৈরী হবে বলে তিনি জানান।