সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 01 July.সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন পর্ষদ সচিব ড. দুলাল দে। তিনি জানান, এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা ৩০শে জুন সোমবার থেকে শুরু হয়েছে। পরীক্ষা শেষ হবে আগামী ৭ই জুলাই। প্রতিদিনই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সঙ্গে হচ্ছে যেহেতু পরীক্ষার্থী কম। এবছর মাধ্যমিকে বছর বাঁচাও জন্য আবেদন জমা পড়েছিল ৩১৫৫টি। পরীক্ষায় বসেছে ২৭৭১ জন। অপরদিকে উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও জন্য আবেদন জমা পড়েছিল ২৯৯৫টি। এরমধ্যে ২৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে বলে তিনি জানান।