দিন দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 05 Aug.দিন দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। মঙ্গলবার দুপুরে মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে আচমকা শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। বৈদ্যুতিক তার পুড়ার গন্ধে মুহূর্তেই চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এদিকে, ঘটনার খবর পেয়ে কৈলাসহর দমকল বাহিনী এবং কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় l এব্যাপারে কলেজের লাইব্রেরিয়ান ইন্দানী সাহা জানান, মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ আচমকা কলেজের লাইব্রেরির ভিতর বৈদ্যুতিক বোর্ডে শট সার্কিট হয়ে আগুন জ্বলে উঠে। আগুন লাগার খবর পেয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল সাথে সাথেই লাইব্রেরিতে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। তাতে আগুন অনেকটাই নিভে যায়। পরবর্তী সময়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে কলেজ স্টাফরা।