অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হল দুটি দেশি বন্দুক l শুক্রবার গোপন খবরের ভিত্তিতে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হল দুটি দেশি বন্দুক। ঘটনা কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায়। ওই শিক্ষকের নাম মানিক নাথ l এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের দুই ছেলেকে আটক করেছে পুলিশ। এবিষয়ে সালেমা থানার পুলিশ আধিকারিক বলেন, মানিক নাথ এর বাড়িতে অভিযান চালিয়ে উনার বাড়ির পেছনে নির্মিত একটি ঘর থেকে বস্তা বন্দি অবস্থায় বন্দুক দুটি উদ্ধার করা হয়েছে l এরপর পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে l মামলার তদন্ত এর স্বার্থে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি l