বৃহস্পতিবার আগরতলার বাণী বিদ্যাপিঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের NSS ইউনিট সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের আয়োজন করে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 26 Jun.বৃহস্পতিবার আগরতলার বাণী বিদ্যাপিঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের এন.এস.এস ইউনিট সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের আয়োজন করেছে। সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিবাস দাস, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা ও বাণী বিদ্যাপিঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের এন.এস.এস শিক্ষক শ্যামল রায় সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের সঙ্গে কথা বলেন উপস্থিত অথিতিরা। রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র l