সোমবার সাত সকালে নগদ ২৪ লক্ষ টাকা সহ এক জুয়েলারি মালিককে আটক করে ধর্মনগর জিআরপি থানার পুলিশ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার সাত সকালে নগদ ২৪ লক্ষ টাকা সহ এক জুয়েলারি মালিককে আটক করে ধর্মনগর জিআরপি থানার পুলিশ।এদিন পানিসাগর রেল স্টেশন থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃত জুয়েলারি মালিকের নাম রাহুল দেবনাথ, বয়স ৩২ বছর। তার বাড়ি ধর্মনগর নয়াপাড়া এলাকায়।এব্যাপারে ধর্মনগর জিআরপি থানার এক অফিসার জানান, পানিসাগর রেল স্টেশন থেকে তাকে আটক করা হয় ব্যাগ ভর্তি টাকা সহ। রাহুল দেবনাথ এই টাকা গুলো আগরতলা নিয়ে যাচ্ছিল ব্যবসার জন্য। তার সঙ্গে আর কেউ ছিল না। সে জুয়েলারি মালিক না। তবে ধর্মনগরে তার একটি দোকান আছে বলে তিনি জানান।