পুলিশের মানবাধিকার লঙ্ঘন । লাথি কান্ডে বরখাস্ত হল অভিযুক্ত টি এস আর জওয়ান সুমন দাস।
টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ানের ওয়ার্ড বয় সুমন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 07 Aug.পুলিশের মানবাধিকার লঙ্ঘন । লাথি কান্ডে বরখাস্ত হল অভিযুক্ত টি এস আর জওয়ান সুমন দাস। টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ানের ওয়ার্ড বয় সুমন। তিনি শহরের লক্ষ্মী নারায়ন বাড়ি রোড এলাকায় বৃহস্পতিবার ডিউটিরত অবস্থায় এক যুবককে রাস্তায় ফেলে লাথি দেন। সেই ঘটনাটি মোবাইলের ক্যামেরাবন্দি হয়ে যায় পরবর্তী সময় বিভিন্ন সংবাদ মাধ্যম সেই ভিডিও সম্প্রচারিত করে এমনকি সামাজিক মাধ্যমে ও তা ভাইরাল হয়ে যায়। এরপরই তৃতীয় ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত সুমন দাসকে বরখাস্ত করেন। এমনকি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ জারি করেছেন কমান্ডেন্ট। অনেকেই বলছেন আবারো ঘটনার সাথে সাথেই কড়া পদক্ষেপ নিয়ে দৃষ্টান্ত রাখল রাজ্য সরকার।
Video