চুরির সামগ্রী হিসেবে উদ্ধার হয়েছে প্রচুর বাসন পত্র।
চুরির সামগ্রী হিসেবে উদ্ধার হয়েছে প্রচুর বাসন পত্র। খোয়াইতে দীর্ঘদিন পর চুরির ঘটনার সাথে যুক্ত ৪ জন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে খোয়াই পুলিশ প্রশাসন। এসডিপিও রঙ দুলাল দেববর্মার নেতৃত্বে আসে বিশাল সফলতা। সম্প্রতি কালে ঘটে যাওয়া অহরহ চুরির ঘটনার কুল কিনারা হল সোমবার।
খোয়াই থানাধীন এক বাড়ীতে চুরি করে পালানোর সময় এলাকাবাসীর তৎপরতায় ঐ চোরকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করে খোয়াই থানাধীন পহরমুড়া এলাকা থেকে গোটা গ্যাঙকে জালে তুলে পুলিশ। একজন মহিলা ও ৩ জন পুরুষ সহ মোট ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করে পুলিশ। তাদের কাছে চুরির সামগ্রী হিসেবে উদ্ধার হয়েছে প্রচুর বাসন সামগ্রী। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে উদ্ধারকৃত বাসনপত্র প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।