শুক্রবার ভারতীয় জনতা পার্টি বিশালগড় মন্ডল আয়োজিত মন্ডল কনভেনশন অনুষ্ঠিত হয় l তাতে অংশ গ্রহণ করেন বিশালগড় বিধানসভার বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব l এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত্ত রক্ষিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।এই মন্ডল কনভেনশনে বুথ থেকে রাজ্য স্তরীয় বিশালগড়ের সকল কার্যকর্তাদের উপস্থিতি আবারো প্রমাণ করে দিয়েছে এই মন্ডল কার্যকর্তাদের মন্ডল, এই মন্ডল সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী মন্ডল। এমনটাই বক্তব্য রাজ্য যুব মোর্চার সভাপতির l