রাতের অন্ধকারে বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত ফাল্গুন মনি দেববর্মা নামে ব্যক্তির বসতঘর ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 28th Sept. 2025: রাতের অন্ধকারে বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত এক ব্যক্তির বসতঘর। বহু পরিশ্রম ও শ্রমের বিনিময়ে চারটি রুম নিয়ে পাকা বাড়ি তৈরি করেছিলেন ফাল্গুন মনি দেববর্মা নামে এক ব্যক্তি। কিন্তু শনিবার রাতে দুষ্কৃতিকারিরা তার ঘরের পেছন দিয়ে আগুন লাগিয়ে দেয় বলে এমনটাই অভিমত বাড়ির মালিকের। আগুনে চারটি রুমের দামি দামি আসবাবপত্র, ফ্রিজ ও বাইক সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় লোকদের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ আনলেও কিন্তু ঘরের কোন কিছু বাঁচানো যায়নি।খবর শুনে রবিবার সকালে তার বাড়িতে গ্রামবাসীরা ভিড় জমায়। এদিকে ঘটনার খবর যায় সোনামুড়া থানায়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।তবে পুলিশ যদি সুষ্ঠ তদন্ত করে, তাহলে মূল রহস্য সামনে আসতে বেশি সময় লাগবে না এমনটাই জানান বাড়ির মালিক।
