প্রতি বছরই চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূন্যার্থীরা ধর্মীয় রীতিনীতি মেনে বারুণী স্নান করে থাকেন ৷ বৃহস্পতিবার ছিল বারুনি স্নান।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: প্রতি বছরই চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূন্যার্থীরা ধর্মীয় রীতিনীতি মেনে বারুণী স্নান করে থাকেন ৷ বৃহস্পতিবার ছিল বারুনি স্নান। এই তিথিতে স্নান করলে বহু শত সূর্য গ্রহনের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায়৷ শাস্ত্র মতে এই স্নানটি বস্তুত্ব হিন্দু ধর্মীয় একটি পূন্য স্নান উৎসব৷ জীব জগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণক্লেদাক্ত মনুস্যকুল এই পূণ্য স্নানের মধ্যমে পাপ মুক্ত হয়৷ প্রসঙ্গত, চৈত্রমাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। কথিত আছে বারুণী তিথিতে স্নান করলে গঙ্গাস্নানের পূণ্য লাভ হয়। তাই এই বিশেষ দিনে সকলেই গঙ্গা স্নান করে থাকে পুণ্য লাভের আশায়। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর প্রতাপগড় রাম ঠাকুর স্কুল সংলগ্ন হাওড়া নদী সহ বিভিন্ন নদীতে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।