মঙ্গলবার সাত সকালে কুমারঘাট কেন রোড এলাকায় হামসফর ট্রেনের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় স্বপন দেবনাথ নামে এক ব্যক্তির।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 7th Oct. 2025: মঙ্গলবার সাত সকালে কুমারঘাট কেন রোড এলাকায় হামসফর ট্রেনের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় স্বপন দেবনাথ নামে এক ব্যক্তির। পেশায় তিনি দিনমজুর ছিলেন। এই ঘটনার পাশাপাশি ৭টি গ্রামের এলাকাবাসী দীর্ঘদিন ধরে কেন রোড এলাকায় রেলওয়ে ব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখিন হচ্ছেন। তাই রেলের সামনে রেলওয়ে ওভার ব্রিজ স্থাপনের দাবিতে এদিন সকাল ৮টা থেকে ১১টা অব্দি এলাকাবাসী অবরোধ করে রাখেন। তারপর কুমারঘাট মহকুমা প্রশাসন ও কুমারঘাট থানার ওসির আশ্বাসে অবরোধ মুক্ত হয়, এতে আগরতলা করিমগঞ্জ গ্রামের ডেমো ট্রেন, আগরতলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অবরোধে আটকা পড়ে। এই ব্রিজের দাবি নিয়ে যদি কিছু সুরাহা না হয় তাহলে আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
