ভোর রাতে মেলাঘরের বড়দোয়ালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 7th Oct. 2025: ভোর রাতে মেলাঘরের বড়দোয়ালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার বড়দোয়াল তহশিল কবরস্থান সংলগ্ন পশু হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অফিস ঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারন এখনো স্পষ্টভাবে জানা যায়নি।এদিকে, খবর পেয়েএ দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতায় বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
