বেড়ে গেলো পর্ষদ পরীক্ষার ফি। পরীক্ষার্থী নিজে উত্তরপত্র যাচাই করতে হলে দিতে হবে দ্বিগুণ টাকা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 9th Oct. 2025: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি ছয়টি ক্যাটাগরিতে বাড়ানো হয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয়গণ চৌধুরী। তিনি জানান, আগামীকাল থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি বলেন, এতদিন মাধ্যমিক স্তরে পাঁচটি বিষয়ে পরীক্ষার ফি ছিল ১৩০ টাকা এবং ভোকেশনাল ফি ৭৫ টাকা, মোট ২০৫ টাকা। নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি বেড়ে হয়েছে ৩০০ টাকা এবং ভোকেশনাল ফি অপরিবর্তিত রেখে মোট ফি দাঁড়িয়েছে ৩৭৫ টাকা। উচ্চমাধ্যমিক স্তরে পূর্বে পরীক্ষার ফি ছিল ১৬০ টাকা এবং প্র্যাকটিক্যাল ফি ৭৫ টাকা, মোট ২৩৫ টাকা। এখন পরীক্ষার ফি বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি, প্রতিটি প্র্যাকটিক্যাল বিষয়ে ৭৫ টাকা করে ফি দিতে হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে রেজিস্ট্রেশন ফি ১১০ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।পর্ষদ সভাপতি জানান, ছয়টি ক্যাটাগরিতে এই ফি বৃদ্ধি করা হয়েছে। সেগুলো হল আবেদনপত্র ফি, রেজিস্ট্রেশন ফি, প্র্যাকটিক্যাল ফি, সেন্টার ফি, রিভিউ ফি ও পরীক্ষার ফি বলে সভাপতি জানান।
