স্বাধীনতার পর থেকে বহু বছর ধরে একপ্রকার উপেক্ষিত থেকে গিয়েছিল উত্তর পূর্ব ভারত। কিন্তু মোদী জমানায় গত দশ বছরে উত্তর পূর্ব ভারতের বিকাশের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। ভোল পাল্টেছে উত্তর পূর্বের রাজ্যগুলির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, পরিত্যক্ত এক অঞ্চল থেকে এখন উত্তর পূর্ব ভারত হয়ে উঠেছে প্রাচুর্যে ভরা এক অঞ্চলে। অসম ট্রিবিউনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে উত্তর পূর্বের সার্বিক বিকাশের ক্ষেত্রে সেখানকার যুব সমাজের প্রতিভার উপরেও নিজের ভরসা ও আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।উত্তর পূর্বের রাজ্যগুলি অতীতে একটা দীর্ঘ সময় ধরে অবহেলিত থেকে গিয়েছিল। ফলে বেশ কিছু সমস্যাও তৈরি হয়েছিল এই এলাকায়। গত দশ বছরে কী কী পরিবর্তন এসেছে মোদীর আমলে? কী কী সমস্যা দূর করা সম্ভব হয়েছে? অসম ট্রিবিউনের ওই সাক্ষাৎকারে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রীকে। এই প্রশ্ন শুরুতেই কংগ্রেস জমানায় কীভাবে উত্তর পূর্বকে অবহেলা করা হত, সেই কথা তুলে ধরেছেন মোদী। তাঁর কথায়, স্বাধীনতার পর দশকের পর দশক ধরে উত্তর পূর্বের রাজ্যগুলিকে এক কোনায় ফেলে রাখা হয়েছিল। কংগ্রেস সরকার ধারাবাহিকভাবে উত্তর পূর্বের আম জনতার সঙ্গে ‘সৎ-মায়ের মতো’ আচরণ করে গিয়েছে। কারণ, তাদের কাছে এই এলাকা থেকে নির্বাচনী ফায়দার সম্ভাবনা ছিল খুবই কম। প্রধানমন্ত্রীর কথায়, উত্তর পূর্বকে অতীতের কংগ্রেস সরকার এমনভাবে ফেলে রেখেছিল, যেন এটা খুব দূরে এবং এখানে উন্নয়নের কাজ করা যেন খুব কঠিন।
স্বাধীনতার পর থেকে বহু বছর ধরে একপ্রকার উপেক্ষিত থেকে গিয়েছিল উত্তর পূর্ব ভারত।

Leave a Comment