চলতি বছরের জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নানা সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নানা সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তারই এক সিদ্ধান্তে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত। আরেকটি দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তাতে করে বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে ভারত ও চীন। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে সেকেন্ডারি শুল্ক বলে আখ্যায়িত করেছেন। আগামী ২রা এপ্রিল থেকে এই শুল্কারোপ কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অতি সম্প্রতি ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ তথ্য জানান। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প। তিনি বলেন, লাতিন আমেরিকার এই দেশটিকে বিভিন্ন কারণে শাস্তি দেওয়ার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে গ্যাং সদস্যদের পাঠানোর অভিযোগ। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। এরফলে নিষেধাজ্ঞায় থাকা দেশের সঙ্গে বাণিজ্য করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয়। এমন কঠোর নীতির পরও ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে নতুন হুমকি দিলেন তিনি। এক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে গেলে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আঘাতে ঘায়েল ভারত।তথাপিও নরেন্দ্র মোদি-বন্দনা ট্রাম্পের মুখে। অতি সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার ‘ভালো বন্ধু’। তিনি ‘খুব স্মার্ট মানুষ’। যদিও ভারতকে অস্বস্তিতে ফেলে পারস্পারিক কর চাপানোর সিদ্ধান্তে অটল মার্কিন প্রশাসন। পাশাপাশি ভারতকে ‘শুল্কের রাজা’ বলেও কটাক্ষ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় ইতিবাচক ফল হবে।এদিন হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি আমেরিকায় এসেছিলেন, আমরা সব সময়ই খুব ভালো বন্ধু।” এরপরেই খোঁচা দিয়ে তিনি বলেন, “ভারত বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আদায় করা দেশগুলির মধ্যে একটি।” সঙ্গে জোড়েন, “তিনি খুব স্মার্ট মানুষ। আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আমি মনে করি, ভারত ও আমাদের দেশের জন্য এর ফলাফল খুব ভালো হবে।” এরপরই ভারতকে ‘শুল্কের রাজা’ বলে খোঁচা দেন ট্রাম্প।উল্লেখ্য, আগামী ২রা এপ্রিল থেকে ভারত-সহ একাধিক দেশের রপ্তানিজাত পণ্যের উপর চড়া হারে পারস্পারিক শুল্ক আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ঠিক তার আগে মোদির প্রশংসা করেও নিজের নীতি থেকে সরলেন না মার্কিন প্রেসিডেন্ট। এদিন ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। কিন্তু একমাত্র সমস্যা হল তারা বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করা দেশগুলির মধ্যে একটি। আমি মনে করি, তারা শুল্ক কমাবে। তবে ২রা এপ্রিল থেকে আমরাও তাদের উপর সেই শুল্ক ধার্য করব, যা তারা আমাদের পণ্যে বসাবে।” শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর ভারতের অর্থ ব্যবস্থার উপর একের পর এক হামলা করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসেই তিনি ভারতীয় প্রবাসীদের হাত পা বেঁধে বিমানে করে ভারতে পাঠিয়ে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, তিনি পুরো শিক্ষা ব্যবস্থাকে বদলে দিয়েছেন। এরফলে ভারতের ছাত্রদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এমনকি তাদের আমেরিকার নাগরিকতাও ছিনিয়ে নেওয়া হয়।