সীতারাম ইয়েচুরির উত্তরসূরী হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এম এ বেবি।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: সীতারাম ইয়েচুরির উত্তরসূরী হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এম এ বেবি। দলের শীর্ষপদ দখলের লড়াইয়ে বেবি ছাড়াও বৃন্দা কারাট ও মহম্মদ সেলিমদের নাম শোনা যাচ্ছিল। কিন্তু শেষমেশ কেরল লবির উপর ভরসা রেখে তুলনামূলক ভাবে কম জনপ্রিয় বেবির উপর আস্থা রাখল দল। সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর থেকেই সিপিএমের সাধারণ সম্পাদকের পদটি ফাঁকা ছিল। এতদিন প্রকাশ কারাট কাজ চালাচ্ছিলেন পলিটব্যুরোর সমন্বয়ক হিসাবে। পার্টি কংগ্রেস থেকে পূর্ব ঘোষণা মতই নতুন সাধারণ সম্পাদক বেছে নিতে চলেছে দল। কেরলের প্রাক্তন মন্ত্রী ও রাজ্যসভার প্রাক্তন সদস্য এম এ বেবি। তবে বেবির ক্ষেত্রে বাধা তাঁর পরিচিতি। সর্বভারতীয় রাজনীতিতে তিনি বিশেষ পরিচিত নন। এখন দেখার কাজের মাধ্যমে সর্বভারতীয় রাজনীতিতে কাজের মাধ্যমে কতটা জনপ্রিয় হতে পারেন তিনি ।