রাজধানীর ইন্দ্রনগরস্থিত সন্তান সংঘ কালীবাড়িতে গিয়ে মায়ের উদ্দেশ্যে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 20th Oct. 2025: সোমবার ছিল দীপাবলি উৎসব। এই বিশেষ দিনে রাজধানীর ইন্দ্রনগরস্থিত সন্তান সংঘ কালীবাড়িতে গিয়ে মায়ের উদ্দেশ্যে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর পাশাপাশি এদিন তিনি দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্রও বিতরন করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা। পূজা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনটিকে আলোর দিবস বলা হয়। এর ইতিহাস আমরা সবাই জানি। সেই উপলক্ষ্যে ইন্দ্রনগরে যে কালি মন্দির আছে, সেখানে পুজো দিলাম। দীপাবলি উপলক্ষ্যে আমাদের ত্রিপুরায় ও পশ্চিমবঙ্গে শুধু কালি পুজা হয়, আর কোন জায়গায় হয় না বলে তিনি জানান। এদিন গোটা মন্দিরটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী l
