আজ থেকে শুরু হল স্মার্ট মিটার বসানোর কাজ ।. প্রথমেই মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীদের বাড়ি থেকে শুরু হল এই কাজ ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 08 July.ত্রিপুরা রাজ্যজুড়ে সরকারি ভাবে বিনা খরচায় স্মার্ট মিটার লাগানো হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ি সহ মন্ত্রিসভার সব মন্ত্রীদের বাড়িতে লাগানো হবে এই স্মার্ট মিটার। মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এদিন বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেও স্মার্ট মিটার লাগানো হয়েছে। এদিন বিদ্যুৎ মন্ত্রী বলেন, ত্রিপুরায় ১০ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৯০ হাজার বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে। এদিন থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি সহ মন্ত্রিসভার সব মন্ত্রীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হয়েছে । ধীরে ধীরে রাজ্যের সমস্ত সরকারি দফতরে স্মার্ট মিটার লাগানো হবে। তার সাত দিন মধ্যে ২৭০০ বিদুৎ নিগমের কর্মীদের বাসভবনেও স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শেষ হবে, বলে জানান তিনি। এদিন মন্ত্রী বলেন, স্মার্ট মিটারের নজরদারির জন্য বিদুৎ নিগমে দুটি অফিস কক্ষ তৈরী করা হয়েছে এবং তা শীগ্রই উদ্বোধন করা হবে। তাঁর কথায়, দেশের সমস্ত রাজ্যগুলির মধ্যে অসমে স্মার্ট মিটার বসানোর সংখ্যা বেশি।