RSS এর নেতাদের মাধ্যমে বার বার যৌন হয়রানির শিকার হয়ে ছিল আনন্দু আজি তার প্রতিবাদে মাঠে নামল কংগ্রেস
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 15th Oct. 2025: আরএসএস শাখা চলাকালীন ও তারপর আরএসএস নেতাদের মাধ্যমে বার বার যৌন হয়রানির শিকার হয়ে কেরলের আনন্দু আজি নামে একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার জীবন দিতে বাধ্য হন। ওই ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিত এবার সরব হয়েছে যুব কংগ্রেস। বুধবার কংগ্রেস ভবন থেকে মিছিল করে প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন নেতৃত্বরা। পরবর্তী সময়ে রাস্তা অবরোধ করে কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখান নেতৃত্বরা। বিক্ষোভ মিছিলকে ঘিরে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, কেরলের এক আইটি পেশাদার আনন্দু আত্মঘাতী হন। আত্মঘাতীর আগে সোশ্যাল মিডিয়ায় তিনি একাধিক আরএসএস সদস্যের দ্বারা শারীরিক নির্যাতনের অভিযোগ করে শেষ পোস্ট দেন। বিভিন্ন মানসিক অসুস্থতায় ভুগছিল সে। অবশেষে তা সহ্য করতে না পেরে তিনি নিজের জীবন দেন। আত্মহত্যার আগে এক যুবক আরএসএস সম্পর্কে এই অত্যন্ত গুরুতর বিষয়গুলি লিখেছিলেন।
