সোমবার আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে সারা রাজ্য থেকে ১৭০ পরিবারের ৭০০ জন ভোটার যোগদান করেন তিপ্রা মথা দলে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 27th Oct. 2025: রাজ্যে দলবদল পর্ব অব্যাহত রয়েছে। এরই অঙ্গ হিসেবে সোমবার আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে সারা রাজ্য থেকে ১৭০ পরিবারের ৭০০ জন ভোটার যোগদান করেন তিপ্রা মথা দলে। এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ও দলের বিধায়করা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন অনুষ্ঠানে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের হাত ধরে নবাগতারা তিপ্রা মথা দলে যোগদান করেন।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, আমি সবসময় বনধ বিরোধী। যখন আমি তিপ্রা মথা দলে এসেছি বা তিপ্রা মথা দল যখন এডিসি’তে এসেছে আমি কখনো বনধ ডাকি নি।বনধ আমাদের ধারনা না। যারা বলেছে যে তিপ্রা মথা বনধ ডেকেছে, আমার মনে হয় তারা বুঝেও বুঝছে না। তবে বনধকে ঘিরে যে সংঘর্ষ হয়েছে এটা ভুল। ত্রিপুরাতে সংঘর্ষ হলে ত্রিপুরার ছবি খারাপ হয় । রাজ্যের ভাবমূর্তি নষ্ট বলে মহারাজা জানান।
