গতকাল রাতে কমলপুরে রাজনৈতিক সংঘাত নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 24th Oct. 2025: গতকাল রাতে কমলপুরে রাজনৈতিক সংঘাত নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রতিক্রিয়ায় তিনি বলেন, শান্তিরবাজার এলাকার দোকানীদের একটা বড় অংশ বনধ বয়কট করেছেন। তারা বনধে অংশ গ্রহন করেননি। দোকান পাট খোলা ছিল। সন্ধ্যার পর সেখানে বনধের আহ্বানকারি যারা তাদের সমর্থক একটা অংশ এই দোকানের উপর একের পর এক হামলা সংঘটিত করেছে। এমনকি লুট করে, ভাঙচুর করে এবং অগ্নি সংযোগ করে। তাতে পুলিশ অফিসাররা ভূমিকা নেওয়ার চেষ্টা করেন। তাতে পুলিশ আক্রান্ত হয় ও আহত হয়। এমনকি ব্লকের যিনি বিডিও খবর পেয়ে তিনিও এসেছিলেন। তিনিও আহত হন। উনার মাথা ফেটে যায়। এটা সবটা দেখে আমাদের যা মনে হয়েছে একটা গণতান্ত্রিক দলের বনধ ডাকার অধিকার আছে। এই দাবি আপনি সমর্থন করতে পারেন, আবার নাও করতে পারেন বলে তিনি জানান।
