কমলপুর মহকুমার শান্তির বাজারে তিপ্রা মথার দুষ্কৃতীকারীদের হাতে গুরুতরভাবে আক্রান্তদের দেখতে জিবি হাসপাতালে যান বিধায়ক সুদীপ রায় বর্মন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 24th Oct. 2025: গতকাল রাজ্যে ২৪ ঘণ্টার বনধকে কেন্দ্র করে কমলপুর মহকুমার শান্তির বাজারে তিপ্রা মথার দুষ্কৃতীকারীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হন সালেমা ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার সহ আরও কয়েকজন।রাতেই আহতদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। শুক্রবার আক্রান্তদের দেখতে জিবি হাসপাতালে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন ও তাদের শারীরিক অবস্থার খবরা-খবর নেন।তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে ঠেকেছে যারা জন সাধারনের জীবন সম্পত্তি রক্ষা করবেন উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের উপর যখন হামলাকারিরা হামলা চালায়, বিডিও ও ইঞ্জিনিয়ারকে কি জঘন্য মার মেরেছে হামলাকারিরা। এর থেকে বোঝা যায় যে, রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে ঠেকেছে। এক জঙ্গল রাজ কায়েম হয়েছে বলে তিনি জানান l
