জামিন পেলেন না অরবিন্দ কেজরিওয়ালl আবগারি দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ৩ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিল্লির আবগারি দুর্নীতিতে জড়িত থাকার কারণে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। আগামী ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছিল কেজরিকে। তবে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা তো দূরের কথা হাজতে থেকেই সরকার চালানোর ঘোষণা করেছেন কেজরিওয়াল। সেইমত জেলের মধ্য থেকেই মন্ত্রীদের একের পর এক বার্তা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তা পালন করছেন দিল্লির মন্ত্রীরা। এহেন পরিস্থিতিতে গ্রেপ্তারির বিরোধিতা করে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন কেজরি। ইডি গ্রেপ্তারিতে তাঁর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি জেল বন্দি দিল্লির মুখ্যমন্ত্রীর।