মাথায় অস্ত্রোপচারের পর সপ্তাহ খানেক কেটে গিয়েছে। এখনও সদগুরু দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন। স্বাভাবিক আবেই সদগুরুর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্তবৃন্দ। তাঁদের জন্য হাসপাতাল থেকে নিজেই একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন সদগুরু। যদিও সেই বার্তায় স্বাস্থ্য নিয়ে একটি কথা উচ্চারণ করেননি তিনি। তবে বার্তাটি বিশেষ ইঙ্গিতপূর্ণ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সদগুরুর সেই ভিডিয়ো।সদগুরু দোলের সন্ধ্যায় X হ্যান্ডেলে হাসপাতাল থেকে নিজের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ১৯ সেকেন্ডের সেই ভিডিয়োটিতে তাঁকে কোনও কথা বলতে শোনা যায়নি। কেবল দেখা যাচ্ছে, সদগুরুর মাথার একদিকে ব্যান্ডেজ বাঁধা, বাঁ হাতে ঘড়ি পড়া ও হাসপাতালের ব্র্যান্ড লাগানো আর ডান হাতে চ্যানেল করা। হাসপাতালের বেডে বসেই তিনি ইংরেজি সংবাদপত্র পড়ছেন।সদগুরু কোনও কথা না বললেও এই ভিডিয়োটি থেকেই তাঁর স্বাস্থ্য সম্পর্কে অনেকটা আন্দাজ করা যাচ্ছে। সাধারণত বেডে বসে সংবাদপত্র পড়ার অর্থ, ভাল রয়েছেন সদগুরু। তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তা দেখে খুশি ভক্তরা l