ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক ব্যক্তি l শনিবার ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে

Date:

ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক ব্যক্তি l শনিবার ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে l জানা গেছে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা বাগান এলাকার রঞ্জিত ওরাং এর ছেলে সম্রাট ওরাং শনিবার সকালে কাজের উদ্দেশ্যে তার নিজের বাইক নিয়ে আগরতলার দিকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সম্রাটের বাইকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গেই সম্রাটের মাথা চলে যায় বাসের পেছনের চাকার নিচে। চাকার নিচে পড়ে গিয়ে সম্রাট ওরাং এর মাথা সম্পূর্ণ ভাবে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে এবং আমতলী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলের দ্রুত ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আমতলী থানার পুলিশ। পরে সম্রাট ওরাং এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে সম্রাট ওরাং এর পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। এলাকার বিধায়িকা সম্রাট ওরাং এর এই অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে সম্রাট ওরাং এর পরিবারের পক্ষ থেকে ঘাতক বাস চালকের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছে। যদিও বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ বাস ও বাইক আমতলী থানার হেফাজতে রয়েছে l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পুর নিগমের মেয়র

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান...

টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার!

বলা যায় টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার বলা যায়...

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী শর্ত মানতে হবে?

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী...

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন উলফ’ জাব্বার ছিল সেনাকর্মী!

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন...