রাজস্থানে এক জনসভায় এমনই প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ”এক ঝটকায় দারিদ্র মুছে দেওয়া হবে।” প্রসঙ্গত, হাত শিবিরের নির্বাচনী ইস্তেহারে কিন্তু এই প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল। বিকানিরের অনুপগড়ের জনসভায় ফের তা মনে করিয়ে দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।এদিন রাহুল বলেন, ”কংগ্রেস সরকার দেশের প্রতিটি গরিব পরিবারের এক জন করে মহিলার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পাঠাবে বছরে। দারিদ্রসীমার নিচে যাঁরা থাকবেন, প্রতি বছর ১ লক্ষ টাকা তাঁদের অ্যাকাউন্টে খটাখট খটাখট করে ঢুকে পড়বে। আর এক ঝটকায় দেশ থেকে দারিদ্র মুছে দেওয়া হবে।”এদিনের সভায় যথারীতি বিজেপিকে তোপের পর তোপ দাগেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা মেরে বলেন, ১৫-২০ জন শিল্পপতির ঋণ মকুব করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই অর্থে ১০০ দিনের কাজের ২৪ বছরের টাকা দেওয়া যেত।