পূর্ব এিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে CPIM এবং কংগ্রেস যৌথ ভাবে শুক্রবার একটি পথসভা এবং মিছিল সংগঠিত করে তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনীতে। এদিন দুপুরে CPIM তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অম্পি চৌমুহনীতে এসে শেষ হয়। সেখানেই শুরু হয় পথ সভা। এই পথ সভায় উপস্থিত ছিলেন CPIM তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, CPIM রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এই সভায় বর্তমান শাসক দলের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। বিগত ৫ বছরে মোদি সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি গুলি নিয়ে তীব্র ভাবে সমালোচনা করেন।
পূর্ব এিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে CPIM এবং কংগ্রেস যৌথ ভাবে শুক্রবার একটি পথসভা এবং মিছিল সংগঠিত করে

Leave a Comment