দেশের চলতি অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে। আর বাকি দুদফা।

prasenjit
1 Min Read

দেশের চলতি অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে। আর বাকি দুদফা। শনিবার ষষ্ঠ দফা ভোট l ষষ্ঠ দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোট। এর অধিকাংশই উনিশে ছিল বিজেপির দখলে। এবার মোদির সেই গড়ে দাঁত ফোটানোই চ্যালেঞ্জ বিরোধীদের।এই পর্বে পশ্চিম বাংলায় ভোট হচ্ছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে। এরাজ্যের ৮টি আসন ছাড়াও ভোট হচ্ছে বিহার (৮), হরিয়ানা (১০), ঝাড়খণ্ড (৪), ওড়িশা (৬), উত্তরপ্রদেশ (১৪), দিল্লি (৭) ও কাশ্মীরে (১)। এর মধ্যে কাশ্মীরের অনন্তনাগ আসনটিতে ভোট আগেই হওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য ভোট পিছিয়ে ষষ্ঠ দফায় করা হয়।এই ৫৮ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন। এই পর্বের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির বাঁশুরি স্বরাজ, মনোজ তিওয়ারি, মনোহর লাল খাট্টার। কংগ্রেসের কানহাইয়া কুমার, দিপেন্দ্র সিং হুডা। এরাজ্যের হেভিওয়েটদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, তৃণমূলের দেব, জুন মালিয়ারা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *