লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনে তিপ্রা মথা সমর্থক এবং বিজেপি পার্টির মনোনিত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে প্রচার শুরু করে দিল তিপ্রা মথা দলের নেতা কর্মিরা। মঙ্গলবার ২৯ কৃষ্ণপুর বিধানসভার অন্তর্ভুক্ত দক্ষিন গকুলনগর এডিসি ভিলেজে এক সভার মধ্য দিয়ে এই প্রচার অভিযান শুরু করে তিপ্রা মথা দল। এদিনের সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলার তিপ্রা মথা দলের সম্পাদক রঞ্জিত দেববর্মা, কৃষ্ণপুর বিধান সভা এলাকার তিপ্রা মথা দলের নেতৃত্ব মহেন্দ্র দেববর্মা সহ কর্মি সমর্থকরা। উপস্থিত নেতৃত্বরা জানান, আজ থেকে শুরু হল পূর্ব ত্রিপুরা আসনে পদ্মফুল চিহ্নে মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচার অভিযান। ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতিদের উন্নয়নের সার্থে কৃতি সিং দেববর্মাকে ভোট দেওয়ার আবেদন রাখেন উপস্থিত নেতৃত্বরা।
বিজেপি পার্টির মনোনিত প্রার্থী সমর্থনে প্রচার শুরু করে দিল তিপ্রা মথা দলের নেতা কর্মিরা।
Date: