ডিডি নিউজের লাল লোগো রাতারাতি বদলে হয়ে যায় গেরুয়া।

prasenjit
1 Min Read

দূরদর্শনের অন্যতম ‘ফ্ল্যাগশিপ চ্যানেল’ ডিডি নিউজ। ভোট মরশুমের মাঝেই সেই চ্যানেলের মোড়ক-চেহারা পালটে ফেলার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ডিডি নিউজের লাল লোগো রাতারাতি বদলে হয়ে যায় গেরুয়া। আর সেই পদক্ষেপ ঘিরেই তুঙ্গে বিতর্ক। এবার এ নিয়ে মুখ খুললেন প্রসার ভারতীর বর্তমান প্রধান। একটি সোশাল মিডিয়া পোস্টে ডিডি নিউজের তরফে বলা হয়েছে, নতুন রূপে সামনে এলেও তাদের মান একই থাকবে। পোস্টে লেখা হয়েছে, ‘একটি সংবাদ যাত্রার জন্য প্রস্তুত হোন যা আগে কখনও হয়নি…। সম্পূর্ণ নতুন ডিডি নিউজের অভিজ্ঞতা নিন। আমাদের বলার সাহস আছে,

আমরা গতির চেয়েও নির্ভুল, দাবির চেয়েও তথ্য, চাঞ্চল্যের চেয়েও সত্যের উপর জোর দিই। কারণ ডিডি নিউজে যদি কোনও খবর থাকে, সেটি সত্য।’ কিন্তু ডিডি নিউজ যা-ই বলুক, তাতে সমালোচনা থামছে না। লোগোর রং বদলের সময় নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলে দেন।প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার এক্স হ্যান্ডলে ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, ‘জাতীয় সম্প্রচারক দূরদর্শন ঐতিহাসিক ফ্ল্যাগশিপ লোগোকে গেরুয়া রং করেছে! প্রাক্তন সিইও হিসাবে আমি এর গৈরিকীকরণ দেখছি খুবই আশঙ্কা নিয়ে। উপলব্ধি করছি যে, এটা আর প্রসার ভারতী নয়, এটা প্রচার ভারতী!’ জাতীয় পতাকায় গেরুয়া রং রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *