৫০০ বছর পরে রামলালা ঘরে ফিরেছেন এই প্রথমবার অযোধ্যার রামমন্দিরে দীপাবলি পালন করবেন রামলালা।
৫০০ বছর পরে রামলালা ঘরে ফিরেছেন। প্রত্যাবর্তনের পর এই প্রথমবার অযোধ্যার রামমন্দিরে দীপাবলি পালন করবেন রামলালা। তাই এবারের আলোর উৎসব অনেক বেশি স্পেশাল। দীপাবলির আগে শুভেচ্ছা জানাতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রোজগার মেলায় বক্তৃতা দিতে গিয়ে শুভেচ্ছা জানান তিনি। প্রসঙ্গত,চলতি বছরের জানুয়ারি মাসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল গোটা দেশ। রাম জন্মভূমি অযোধ্যায় হয়েছে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। তারপর এই প্রথমবার দীপাবলি উৎসবে মাতবেন অযোধ্যাবাসী। সেজন্য ইতিমধ্যেই বিশেষ অয়োজনের প্রস্তুতি নিচ্ছে গোটা শহর। সারা শহরে কম করেও ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। জানা গেছে, প্রথমবার দীপাবলি উদযাপনে রামলালাকে সাজানো হবে বিশেষ পোশাকে। রামলালাকে সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রাকে। প্রস্তুতি প্রায় শেষ পর্বে বলে জানান তিনি l