2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষনা করেছে শনিবার দুপুরে জাতীয় নির্বাচন কমিশন l এই নির্বাচনকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী তালিকা ঘোষনা করেছে বামফ্রন্ট l এই আসনে বামফ্রন্ট এর প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে রাজেন্দ্র রিয়াংকে l পাশাপাশি এদিন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে
রতন দাসকে। এনিয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিন সিপি আই এম এবং বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক জিতে ন চৌধুরী বলেন, বিপ্লব কুমার দেব এক সময়ে বিজেপি দলের রাজ্য সভাপতি ছিলেন l আবার মুখ্যমন্ত্রীও ছিলেন রাজ্যের l আসন্ন লোকসভা নির্বাচনে তাকে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী করেছে দল l আপনারা ক্ষমতায় আছেন বলে একটা কথা বলে রাখা জরুরি, আপনারা যে আস্ফালন করছেন যে এবার 400 আসন নিয়ে ক্ষমতায় আসবেন l তাই এই ভাবে গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করবেন না বলে তিনি জানান l
2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষনা করেছে শনিবার দুপুরে জাতীয় নির্বাচন কমিশন l

Leave a Comment