খুবই মিষ্টি মেয়ে রাহা। যেন মিষ্টির ভাণ্ডার। মুখের দিকে তাকালেই প্রাণ জুড়িয়ে যায়। এমন মেয়ের মা হওয়ার পরও মানসিকভাবে শান্তিতে ছিলেন না আলিয়া ভাট । প্রতি সপ্তাহে মনোবিদের কাছে যেতে হত। এক ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেই জানিয়েছেন একথা। রাহার জন্মের পরপরই এই সাক্ষাৎকার দিয়েছিলেন আলিয়া। সেখানে নতুন মা হিসেবে নিজের মানসিক সমস্যার কথা খোলাখুলি জানান। অভিনেত্রী বলেন, “আমি সবসময় ভাবতাম লোকজন কী ভাবছে? আমি ঠিকঠাক করছি বলে মনে হচ্ছে? নাকি শুধুই আমার মন রাখার জন্য প্রশংসা করছে? কোনও জাজমেন্ট না থাকলেও আমি নিজেকে নিয়ে জটিলভাবে ভাবতাম।”আলিয়া জানান, মানসিক এই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে তাঁকে কঠিন লড়াই করতে হয়েছে। কীভাবে করেছেন এই লড়াই? থেরাপির সাহায্যে। আলিয়ার কথায়, “নিজের ভয় কাটাতে আমি প্রতি সপ্তাহে থেরাপিতে যাই।
এমন মেয়ের মা হওয়ার পরও মানসিকভাবে শান্তিতে ছিলেন না আলিয়া ভাট ।
Date: