বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রী শিল্পা শেট্টির! এক মাস আগেই ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শিল্পা শেট্টির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। সেই আইনি জটের মাঝেই এবার নতুন বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী। পশু নিগ্রহের অভিযোগ উঠল শিল্পার বিরুদ্ধে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের গিয়েছিলেন অভিনেত্রী। মাতৃদিবস উপলক্ষে মা সুনন্দা শেট্টিকে নিয়ে বৈষ্ণোদেবীতে পুজোও দেন শিল্পা। সঙ্গে ছিলেন বোন শমিতা শেট্টিও। বৈষ্ণোদেবীতে পুজো দেওয়ার মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করতেই এবার ফের বিতর্কে শিল্পা। ঘোড়ার পিঠে চড়ে মা বৈষ্ণোদেবীর দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে উঠেছে পশু নিগ্রহের অভিযোগ। নেটপাড়ার প্রশ্ন, ‘আপনি এত শরীর সতেচন, এত যোগব্যায়াম করেন। তাহলে কেন অবলা ঘোড়ার পিঠে চড়ে পাহাড়ে উঠছেন? ওদের তো কষ্ট হয়!’ আবার কারও মন্তব্য, ‘কাটরা থেকে এই ১২ কিমি ঘোড়ার পিঠে চড়েই পাহাড়ে উঠলেন আপনি! সেলেব হিসেবে আপনি তো হেলিকপ্টার করেও যেতে পারতেন। তাহলে কেন নিরীহ পশুগুলোকে কষ্ট দিলেন?” প্রশ্নবাণে একেবারে জেরবার তিনি।
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রী শিল্পা শেট্টির!
Date: