আচমকাই অ্যাকাডেমির ইনস্টাগ্রামের পেজে অভিনেত্রী দীপিকা পাদুকোনের মস্তানি রূপ। শুধু রূপ নয়, অ্যাকাডেমির ইনস্টা খুললে বেজে উঠছে সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’র গান। তা হঠাৎ করে এত বছর বাদে দীপিকার প্রেমে কেন পড়ল অস্কার কর্তৃপক্ষ! অস্কারের ইনস্টাগ্রাম পেজে মাঝে মধ্যেই বিশ্ব সিনেমার নানা মুহূর্তকে সম্মান জানানো হয়। গোটা বিশ্বের কাছে দেশ-বিদেশের সিনেমার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য অস্কার কর্তৃপক্ষ সিনেমার নানা ঝলক তুলে ধরেন। এই উদ্দেশ্যেই সম্প্রতি ‘বাজিরাও মস্তানি’ ছবির ‘দিওয়ানি মস্তানি হো গয়ি’ গানটির ঝলক শেয়ার করা হয়। অ্যাকাডেমির পেজে দীপিকার মস্তানির রূপ দেখে আপ্লুত দীপিকার স্বামী রণবীর সিং। এমনকী, এই ভিডিওতে লাইক করেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় রণবীর, দীপিকা ও প্রিয়াঙ্কা অভিনীত ‘বাজিরাও মস্তানি’। এই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি।