কেউ আছ পেল না । এমনকী, বলিউডের কেউই জানতে পারলেন না বিষয়টি। চুপি চুপি বিয়ে সেরে ফেললেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। খবর অনুযায়ী, উদয়পুরের প্যালেসে ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীর্ঘদিনের প্রেমিক তথা ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের গলায় মালা দিলেন তাপসী। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২৩ মার্চই ম্যাথিয়াসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনত্রী। পরিবারের লোকজন এবং তাপসী পান্নুর খুব কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন এই বিয়েতে। পাঞ্জাবি পরিবারের মেয়ে তাপসী। আর ম্যাথিয়াস ডেনমার্কের বাসিন্দা। ফলে বিয়েতে পাঞ্জাবি রীতিই নাকি মানা হয়েছে। রয়েছে খ্রিস্টান বিয়ের নিয়মের ছোঁয়াও।খেলা আর বিনো দুনিয়ার তারকাদের ঘর বাঁধার গল্প এখন আর নতুন কিছু নয়। শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, যুবরাজ সিং-হেজেল কিচ, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে জাহির খান-সাগরিকা ঘাটগে — উদাহরণ একাধিক। সেই তালিকাতেই এবার যুক্ত হল তাপসী আর ম্যাথিয়াসের নাম।